Discover Natural Beauty Tips
ত্বকের যত্নে কেনো টোনারের ব্যবহার এতো গুরুত্বপূর্ণ?
সুন্দর ও উজ্জ্বল ত্বক নিজের জন্যে কে না চায়? সুন্দর বলতে একদম ফর্সা কিংবা ধবধবে সাদা সুন্দর এমন নয়। ত্বকের আসল সৌন্দর্য তার গায়ের রঙ এ নয়, সেই সৌন্দর্য তার সুস্বাস্থ্যে। তাই ত্বকের নিয়মিত পরিচর্যা প্রয়োজন। সে যাত্রায় বেসিক স্কিন কেয়ার রুটিন হতে পারে ত্বকের যত্নে উপকারী বন্ধু।
এই রুটিনে অন্যান্য সব কিছু প্রয়োজন মনে হলেও আমরা প্রায় স্কিন কেয়ারে টোনারের এর ব্যবহারকে স্কিপ করে ফেলি। বেশ অভারহাইপড মনে হয় তাই না? আসলেই কি তাই?
স্কিনে টোনারের ব্যবহার কতটা উপকারী চলুন তা জেনে নেয়া যাক
টোনার আসলে কী?
টোনার হচ্ছে এক ধরনের ওয়াটার বেজড স্কিন কেয়ার প্রোডাক্ট, যেটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং পরবর্তীতে প্রোডাক্ট অ্যাপ্লিকেশনের জন্য স্কিন প্রিপেয়ার করতে হেল্প করে। এটি সাধারণত ফেইস ক্লিনজিং এর পর ব্যবহার করা হয়।
ত্বকের যত্নে টোনার ব্যবহারের উপকারীতা
স্কিন হাইড্রেটিং
অনেক সময় ফেসওয়াশ দিয়ে মুখ ধোঁয়ার পর কিংবা স্কিন স্ক্রাব করার পর মুখ টেনে ধরে কিংবা ড্রাইনেস দেখা দেয়। অতিরিক্ত ক্লিঞ্জিং এর কারণে ত্বকে থাকা সিবাম একবারে ধুয়ে যায়। এর ফলে স্কিন ওভারড্রাই হয়ে যায়। টোনার স্কিনে ময়েশ্চার রিস্টোর করে হাইড্রেশন ধরে রাখতে সাহায্য করে। এতে ড্রাইনেস কমে স্কিন হয় সাপল ও সফট।
পিএইচ লেভেল ব্যালেন্স করে
ডিহাইড্রেশন, আবহাওয়া কিংবা ওভার ক্লিনজিং এর ফলে ত্বকের পিএইচ (pH- potential of Hydrogen) লেভেল এর তারতম্য ঘটে। টোনার ত্বকে পিএইচ লেভেল ঠিক রেখে ত্বকে আর্দ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করে।
স্কিন প্রিপেয়ারিং
ত্বকে যে কোন ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট তখনই ইফেক্টিভলি কাজ করে যখন সেটা স্কিনে খুব ভালো মতো অ্যাবজর্ব হয়। টোনার ত্বককে পরবর্তী স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যাপ্লিকেশনের জন্য প্রিপেয়ার করে, যাতে সেটি ত্বকে দ্রুত অ্যাবজর্ব হয় এবং ভালোভাবে কাজ করে।
অয়েল ব্যালেন্সিং
স্কিনে অয়েল কিন্তু শুধুমাত্র যে একনি হওয়ার কারণ তা কিন্তু নয়। মনে রাখতে হবে স্কিনে যদি ন্যাচারাল অয়েল বা সিবাম প্রডাকশন না হয় তাহলে স্কিন কিন্তু অনেক বেশী ড্রাই হয়ে যেতে পারে। আবার ত্বকের রুক্ষতা এড়াতে স্কিনে সিবাম প্রোডাকশন বেশী হলে একনি বা পিম্পলের মতো সমস্যা দেখা দিতেই থাকে। টোনার স্কিনে ন্যাচারাল অয়েল ব্যালেন্সড রাখতে সাহায্য করে। এতে স্কিন হয় হেলদি ও গ্লোয়িং।
স্কিন ক্লিঞ্জিং
সব ধরনের টোনার ক্লিঞ্জিং এর কাজ করে না। কিছু ক্লিঞ্জিং টোনার আছে যেগুলো স্কিনের পোরসে জমে থাকা ময়লা তুলে আনতে সাহায্য করে। এতে হাইড্রেশনের সাথে সাথে পোরস হয় ডিপলি ক্লিন।
পোর মিনিমাইজার
পোরস ডিপলি ক্লিন করার পাশাপাশি টোনার পোরস মিনিমাইজেশনে সাহায্য করে। এতে স্কিন থাকে স্মুথ অ্যান্ড ফ্ললেস।
স্কিন ইরিটেশন কমায়
টোনারে অনেক সময় ন্যাচারাল অ্যাস্ট্রিঞ্জেন্ট যেমন, গোলাপ, উইলো বার্ক ( উইচ হেজেল), কিউকাম্বার এক্সট্র্যাক্ট স্কিনে হাইড্রেশনের পাশাপাশি স্কিন ইরিটেশন কমাতে সাহায্য করে।
যদিও, ডেইলি স্কিন কেয়ার রুটিনে টোনার ব্যবহার না করলে স্কিনে তেমন কোন সমস্যা হয় না , তবে সেটি ব্যবহারে কি কি উপকারীতা রয়েছে সেটি দৃশ্যমান। দীর্ঘ সময়ের জন্যে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতে ত্বকের ধরন অনুযায়ী টোনার হতে পারে আপনার স্কিন কেয়ারে গেইম চেঞ্জার। তাই রেগুলার স্কিন কেয়ারে টোনার ব্যবহার শুরু করুন আজ থেকেই।