Discover Natural Beauty Tips
প্রি মেকআপ স্কিন কেয়ার রুটিন

নিজেকে পরিপাটি করে রাখলে নিজের প্রতি ভালো লাগা এবং আত্নবিশ্বাস দুটো দিকই সুন্দরভাবে গড়ে ওঠে। তাই কোথাও বেড়াতে যাওয়ার আগে কিংবা সামনের দিনে বিশেষ কোন আয়োজনে সাজগোজ করে যেতে আমরা পচ্ছন্দ করি। এই সময় সুন্দর পোশাক এর সাথে যে বিষয়টি আমরা বিশেষ লক্ষ্য রাখি কেমন হবে আমাদের সাজ। মেকআপ তারই একটি পার্ট।
স্কিনের সাথে কোন কম্প্রমাইজ না করেই আমরা বেশ ভালো একটি ইনভেস্টমেন্ট আমরা সচরাচর করে থাকি। কিন্তু এতো দেখেশুনে প্রোডাক্ট কিনেও অনেক সময় আমাদের অভিযোগ থাকে যে ফাউন্ডেশন বা বেইজ ঠিক মতো স্কিনে বসছেনা। মেকআপ ভেসে ভেসে থাকে। আবার এক সময় মেকআপ বেশীক্ষণ থাকছেও না।
তাহলে কি প্রোডাক্ট এ সমস্যা নাকি স্কিনে প্রবলেম? চলুন কিছু বিষয় জেনে নেয়া যাক।
ফেইস ক্লিঞ্জিং? অবশ্যই
একটি লং লাস্টিং মেকআপ বেইজের জন্য ফেইস অবশ্যই ক্লিন করে নিতে হবে। ময়লা, ঘাম বা তেল এসব স্কিনে জমে থাকলে মেকআপ এর বেইজ সরে যেতে থাকে। তাই প্রথমে মুখ স্কিন সুইটেবল ক্লিঞ্জার বা ফেইস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে।
স্কিন এক্সফোলিয়েশন
স্কিন টেক্সচার স্মুদ হলে মেকআপ খুব সহজে ব্লেন্ড করা যায় এবং মেকআপ লং লাস্টিং হয়। তাই বলে স্কিন একদম ওভার এক্সফোলিয়েট করা যাবে না। স্কিন ওভার এক্সফোলিয়েট হলে মেকআপ টেনে ধরে এবং অনেক বেশী কেকী হয়ে যায়। তাই যে কোন ধরনের ফিজিক্যাল এক্সফোলিয়েশন ৩০-৪৫ সেকেন্ড এর বেশী রাব করার প্রয়োজন নেই।
স্কিন হাইড্রেশন
মেকআপ লং লাস্ট করতে হলে স্কিন অবশ্যই স্কিনে হাইড্রেশনের জন্য ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। স্কিন হাইড্রেটেড থাকলে স্কিন সফট থাকে। স্কিন অয়েলি হলে ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করলে স্কিন অনেক সময় একদম ড্রাই হয়ে যায়। তাই কেকীনেস কমিয়ে আনতে মেকআপের আগে স্কিন সুইটেবল ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করুন। অনেকে এক্ট্রিম ড্রাই ও ডাল স্কিনের জন্য শীট মাস্ক ব্যবহার করে থাকেন। শীট মাস্কও স্কিনে ভালো হাইড্রেশনের কাজ করে।
প্রাইমার
স্কিন প্রাইমিং স্ট্রং মেকআপ বেইজের বেস্ট ফ্রেন্ড বলা যায়। প্রাইমার স্কিন টেক্সচার স্মুদ করতে , পোর মিনিমাইজ করতে এবং ফাউন্ডেশন লম্বা সময়ের জন্য ধরে রাখতে ব্যবহার করা হয়। এই ধরনের প্রাইমারে অনেক সময় বিভিন্ন স্কিন ফ্রেন্ডলি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট দেয়া থাকে যা স্কিনে মেকআপ বেইজের সাথে সাথে নানাবিধ স্কিন বেনেফিটস দিয়ে থাকে। তবে প্রাইমার বেছে নেয়ার ক্ষেত্রে অবশ্যই স্কিন টাইপ দেখে বেছে নিতে হবে।
আইস রাবিং
লার্জ বা ওপেন পোরস এর ওপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে স্কিন এই পোরস গুলো অনেক বেশী দেখা যায়। তাই এনলার্জ পরস মিনিমাইজেশনের জন্য কাপর দিয়ে বরফ দিয়ে রাব করে নিতে পারেন।
আপনার সৌন্দর্য বৃদ্ধিতে হালকা কিংবা হেভী টাচ আপ এখন ট্রেন্ডী। তবে স্কিনে আমরা যখন এর জন্য অনেক কিছু একসাথে অ্যায় প্লাই করি তখন সেটার পারফেক্ট লেয়ারিং মিসিং হয়ে এক ধরনের আনন্যাচারাল স্কিন ফিনিশ দেখা যায়। আর তাই মেকআপে গ্লোয়ি অ্যান্ড হেলদি স্কিন ইফেক্ট এর জন্য স্কিন কেয়ার প্রয়োজন।