BANGLA, Blog

স্ক্রাবিং কি: সঠিক উপায়ে স্ক্রাব ব্যবহারের নিয়ম

স্কিন ডিপ ক্লিঞ্জিং বলতে আমাদের মাথায় প্রথম স্ক্রাবিং এর কথা মাথায় আসে। স্কিনে ট্যান, ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস কমিয়ে আনতে স্ক্রাবিং ইফেক্টিভলি কাজ করে। আবার অনেক সময় স্কিন বেশী স্ক্রাব করে ফেললে, পরে অনেক বেশি ড্রাই হয়ে যায়। কিন্তু আমরা অনেক সময় না বুঝে যে কোন স্ক্রাব ত্বকে ব্যবহার করে ফেলি। এতে উপহারের বদলে উল্টো ত্বকের আরো ক্ষতি হয়ে যায়। তাই স্কিন টাইপ বুঝে স্ক্রাব বেছে নিতে হবে।

স্ক্রাব কি?

স্ক্রাব এমন এক ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট যেটি সাধারণত ত্বকে জমে থাকা ময়লা এবং এর উপরিভাগে ডেড স্কিন সেলস দূর করতে সাহায্য করে। এটি স্কিন টোন ইভেন এবং স্কিন টেক্সচার স্মুদ রাখতে সাহায্য করে।

ফেসিয়াল স্ক্রাব এর ফর্মুলেশন মূলত দু ধরনের হয়ে থাকে। একটি ফিজিক্যাল অপরটি কেমিক্যাল। 

ফিজিক্যাল স্ক্রাব ক্রিমি টেক্সচারের সাথে ছোট ছোট বিডস থাকে। এই বিডসগুলো পোরস- এ জমে থাকা ময়লা, ডেড স্কিন সেলস ইন্সট্যান্ট রিমুভ করতে সাহায্য করে। এই ধরনের স্ক্রাবকে বলা হয় ম্যানুয়াল এক্সফোলিয়েশন । এই ধরনের স্ক্রাব  পোর মিনিমাইজ করে এবং স্কিন স্মুদ রাখতে সাহায্য করে।

অন্যদিকে কেমিক্যাল স্ক্রাব এর ফর্মুলেশনে AHA বা BHA এর মতো এক্সফোলিয়েটিং উপাদান থাকে, যা স্কিনে অ্যাবজর্ব হয়ে ডেড স্কিন সেল রিমুভ করতে সাহায্য করে। কেমিক্যাল স্ক্রাব এর বিশেষত্ব হলো এটি বিভিন্ন মাস্ক, ক্রিম এর সাথে মিশিয়ে ব্যবহার করা যায়। সরাসরি কিংবা কটন প্যাড দিয়েও ব্যবহার করা যায়।

সাধারণত একনি প্রোন স্কিনের জন্য এই ধরনের স্ক্রাব সাজেস্ট কর হয়। কেমিক্যাল স্ক্রাব ডেড স্কিন সেল রিমুভের সাথে সাথে ডার্ক স্পটস, হাইপারপিগমেন্টেশন কমিয়ে আনতে সাহায্য করে।

 স্ক্রাব সঠিকভাবে ব্যবহারের নিয়ম

১. প্রথমে মুখ ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিন। ময়লা বা তৈলাক্ত ত্বকে স্ক্রাব করবেন না।

২. হালকা ভেজা ত্বকে স্ক্রাব নিয়ে সর্বোচ্চ ৩০-৪৫ সেকেন্ড সার্কুলার মোশনে আলতোভাবে ম্যাসাজ করে নিন। স্কিন জোরে জোরে ঘষবেন না। এতে স্কিনে মাইক্রোটিয়ার বা ক্ষত হয়ে স্কিন ইরিটেশন দেখা দেয়।

৩. এরপর হালকা কুসুম গরম কিংবা নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন। ড্রাইনেস এড়াতে এরপর রেগুলার ময়েশ্চাইজার ব্যবহার করুন।

৪. সপ্তাহে ১-২ বার ব্যবহার করুন।

ত্বকের যত্নে নিত্য নতুন আবিষ্কার শুধুমাত্র ট্রেন্ড নয়, সময় ও পরিবেশের পরিবর্তনের সাথে সাথে তার চাহিদাও বটে। ফেসিয়াল স্ক্রাবিং তার উপকারিতার জন্য এখন জনপ্রিয়। সঠিক ভাবে এর ব্যবহার করলে ত্বক হবে কোমল ও মসৃণ। তবে স্ক্রাবিং একটি নির্দিষ্ট বয়সের পর থেকে শুরু করলে ভালো। ত্বকের পুরোপরি গঠনে অবশ্যই সময় দিতে হবে। ত্বকের সুস্থতা ,আপনার আত্নবিশ্বাস। তাই যত্নে থাকুক আপনার সুন্দর ত্বক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *